রিসেলিং ব্যবসা করে কিভাবে আয় করবেন (How to Start Online Reselling Business in India)

রিসেলিং কি ? কিভাবে রিসেলিং ব্যবসা করবেন? How to make money zero investment RESELLING BUSINESS

ইন্টারনেট থেকে বিভিন্ন উপায়ে টাকা আয় করা যায় তার মধ্যে একটি হলো রিসেলিং ব্যবসা করে টাকা আয় করাআপনি নিজের মোবাইল Reselling Business করে মাসে (১০ থেকে ১৫)হাজার টাকা আয় করতে পারবেন। Reselling Business করতে গেলে কোন পুজি লাগবে না। India-র মধ্যে কিছু best reselling website হল Meesho, GlowRoad, Shop101 etc.

ঘরে বসে Reselling Business করে Income করুন
ঘরে বসে Reselling Business করে Income করুন


রিসেলিং কি ? What is Reselling?

রিসেলিং হল কোন প্রডাক্ট কে দ্বিতীয় বার বা পুনরায় বিক্রি করা। বর্তমান সময়ে বড় বড় ডিলার গুলো আজকের দিনের তাদের প্রোডাক্ট বিক্রি করে পাইকারি উপায় বা রেসলিং এর মাধ্যমে। কিন্তু কোন প্রোডাক্ট আপনাকে কিনতে হবে না শুধুমাত্র মিডিলে থেকে কিছুটা প্রফিট মার্জিন রেখে আপনি reselling করতে পারবেন, তবে এতে ১ টাকাও আপনাকে ইনভেস্ট করতে লাগবেনা। তবে এখান থেকে আপনার monthly income শুরু হয়ে যাবে।

 

কিভাবে রিসেলিং করবেন? How to do Reselling?

কিছুক্ষণ আগে জানলাম আমরা রিসেলিং কি, এবারে আমরা জানবো রিসেলিং কিভাবে করা হয়? বা কিভাবে করবেন ? রিসেলিং করতে গেলে সর্বপ্রথম রিসেলিং এর অ্যাপ বা ওয়েবসাইট এবং একটি স্মার্টফোন ও এই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে

প্রথমে রিসেলিং এপলিকেশনে গিয়ে সিলেট করলে সেই প্রোডাক্টকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে, যেমন ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপ বিজনেস পেজ এ প্রোডাক্ট এর ছবি এবং প্রডাক্ট দেটেলস শেয়ার করলে। সেখান থেকে কোন কাস্টমার আপনার প্রোডাক্ট পছন্দ করলো তখন আপনি কাস্টমারের নাম ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার নিলে। কাস্টমার এর সব ডিটেলস নিয়ে রিসেলিং অ্যাপ্লিকেশন এগিয়ে অর্ডারটি প্লেসমেন্ট করে দিলেন।

 

রিসেলিং বিজনেস করে কত টাকা ইনকাম করা যায়? How Much Money Does a Reselling Business Make?

রিসেলিং বিজনেস করে কত টাকা ইনকাম করা যায়, তা একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। ধরে নিন, আপনি কোন টি-শার্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে বিক্রি করলেন এবং এই টি শার্টের দাম 200 টাকা আর যখন আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তখন কিছুটা প্রফিট রেখে যেমন (50 থেকে 100) টাকা মার্জিন থেকে টি শার্ট বিক্রি করলে।

T-shirt-এর মোট দাম 250 টাকাDaily 10 টি করে t-shirt selling হলে।একটি t-shirt sell করে লাভ হই। এক দিনে মোট লাভ 50*10=500 টাকা। তবে monthly income হবে 500*30=15000 টাকা।

এর income প্রোডাক্টের সেলিং এর উপর নির্ভর করে।

 

নিচে কিছু রিসেলিং ওয়েবসাইটের বা অ্যাপস এর নাম (Top 5 Best 

Online Reselling Apps in India In 2021)


1.   Meesho Reselling App  <<<CLICK HERE>>>

2.   GlowRoad Reselling App  <<<CLICK HERE>>>

3.   Shop101 Reselling App  <<<CLICK HERE>>>

4.   ResellMall Reseller App  <<<CLICK HERE>>>

5.   TunTun Reselling App  <<<CLICK HERE>>>


তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে রিসেলিং করে বাড়িতে বসে টাকা আয় করবেন। যেটি আপনি সম্পূর্ণ নিজের মোবাইলের মাধ্যমে এই ব্যবসাটা করতে পারবেন তা আবার বিনামূল্য। এই বিষয়ে কোন কিছু প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাবেনধন্যবাদ

 

No comments:

Powered by Blogger.