অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করুন (Make money by selling pictures online for free)

নিজের Mobile তোলা Photo Selling করে টাকা Income করুন


 ইন্টারনেট থেকে বিভিন্ন উপায়ে টাকা আয় করা যায় তার মধ্যে একটি হলো অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করাআপনি নিজের ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি তুলতে ভালোবাসেনযেমন আপনার আশেপাশে বিষয়গুলিকে ছবির মধ্যে ক্যাপচার করতে ভালোবাসেন। তাহলে, ছবি তোলাটা আপনার কাছে প্যাশন এবং এই ছবি তোলার  প্যাশন কাজে লাগিয়ে, আপনি ভালো Online Income করতে পারবেন।আপনার তোলা ছবি অনলাইনে বিক্রি করে টাকা আয় করতে পারবেন, এর জন্য আপনার কোন প্রকারের বিশেষ ধারণা বা দক্ষতা বা প্রশিক্ষণের প্রয়োজন নেই। কিছু কিছু ওয়েবসাইটে ফটো বিক্রি হয় যেমন Dreamstime,Shutterstock and iStock etc.

অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করুন
অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করুন


ছবি তুলতে গেলে কি কি প্রয়োজন?

ছবি তুলতে গেলে DSRL ক্যামেরা বা ভালো দামী  স্মার্টফোন প্রয়োজন হবে।ক্যামেরা বা ভালো স্মার্টফোন নিয়ে ভালো করে ছবি তোলা দক্ষতা থাকা প্রয়োজন। ভালোভাবে ছবি না তুললে ছবিগুলি বিক্রি হবে না, কারণ এই ছবিগুলি বিভিন্ন ধরনের কোম্পানি ওয়েবসাইডে কাজে লাগাই, যত ভালো কোয়ালিটির ছবি আপনি তুলতে পারবেন এবং যত সুন্দর ছবি তুলতে পারবেন, ততবেশি ছবিটি বিক্রি বা ডাউনলোড হব্‌ যত বেশি ছবিটি ডাউনলোড বা বিক্রি হবে ততো বেশি পরিমাণের টাকা আয় করতে পারবেন।

 

কিরকম ছবি বেশি বিক্রি হয়?

যেমন নেচার এর ছবি, ছোট বাচ্চারা খেলছে বা বাচ্চাদের  ছবি, পশুপাখি জীবজন্তু বা কোন ছবির মধ্যে ইমোশন আছে বা  ছবির মধ্যে কোন story  লুকিয়ে আছে সেরকম ছবি বা বর্তমান tranding ছবি  তুললে এই ধরনে ছবি সব থেকে বেশি selling হয়

 

কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করবেন?

অনেক ওয়েবসাইট আছে সেখানে নিজের তোলা ছবি দিয়ে টাকা আয় করতে পারবেনআর শুধুসেই সকল ওয়েবসাইটগুলো কথা বলবো যেগুলো থেকে অনেক ফটোগ্রাফার অনলাইনে ইনকাম করছেন আর সেই জনপ্রিয় ওয়েবসাইট গুলি - অনলাইন স্টক ইমেজ ওয়েবসাইট বলে থাকে।

মনে রাখবেন, আপনার ছবিগুলো বিভিন্ন ব্লগার, কোম্পানি, ফ্রিল্যান্সার, অনলাইনে কন্টাক্ট এবং বিজ্ঞাপন বিভিন্ন কাজের জন্য Stock Images ব্যবহার করা হয়

স্টক ইমেজ ওয়েবসাইট গুলোতে নিজের তোলা ছবি আপলোড করতে পারবেন যখন কেউ আপনার আপলোড করা ছবিটি এখান থেকে কিনবে তখন ছবিটি ব্যবহার করা   সম্পূর্ণ অধিকার দেওয়া হবে, এর সাথে সাথে আপনিও কিছু টাকা পাবেন। বর্তমান সময় কিছু লাভজনক এবং জনপ্রিয় স্টক ইমেজ ওয়েবসাইটগুলোতে ছবি আপলোড করে টাকা ইনকাম করাটা সত্যিই এখনকার সময়ে লাভজনক অনলাইন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।


স্টক ইমেজ ওয়েবসাইটে কিভাবে ছবি বিক্রি করবেন?

স্টক ইমেজ ওয়েবসাইটে ছবি বিক্রি করতে গেলে সর্বপ্রথম স্টক ইমেজ ওয়েবসাইট গুলোতে একাউন্ট বানাতে হবেস্টক ফুটেজ ওয়েবসাইটে গিয়ে কন্ট্রিবিউটার সাবমিট ইমেজ বা সেল ইউর ইমেজ অফ খুঁজে বার করে। এই অপশন গিয়ে আবার একাউন্ট রেজিস্টার করে, তারপর আপনার প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফ্রিতে একাউন্টে বানিয়ে ফেলুন আপনি নিজের তোলা ছবি ইমেজ ওয়েবসাইটগুলোতে আপলোড করলেন, যখন কোন ব্যক্তি Stock Images Website গিয়ে আপনার ছবি ডাউনলোড করবে বা কিনবে। তখন আপনি কিছু পরিমাণ টাকা পাবেন।

অবশেষে Stock Images Website মাধ্যমে ছবি বিক্রি করার জন্য আপনাকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে একাউন্ট তৈরি করে, তারপর সেখানে নিজের ইমেজ গুলি আপলোড করতে হবে।

 

অনলাইনে ছবি বিক্রি করে কত টাকা আয় করতে পারবেন?

কত টাকা আয় করবেন সেটি ছবির বিক্রি উপরে নির্ভর করবে, আর যত ছবি আপলোড করবেন তত বেশি ছবি বিক্রি হবার সম্ভাবনা বেড়ে যায়।যত ছবি ডাউনলোড বা বিক্রি হবে ততো আপনার মাসে ইনকাম হবে।কিছু জনপ্রিয় ছবি বিক্রি ওয়েবসাইটগুলো একটি ছবি বিক্রি করার জন্য (0.25 থেকে 1) ডলার পর্যন্ত দিয়ে থাকে। আপনার কাছে যদিও এটা অনেক কম কিন্তু একটি ছবি বার বার বিক্রি করতে পারবেন, মানে আপনার আপলোড করা ছবি যতবার ডাউনলোড হবে ততবার আপনি টাকা পাবেন।

ছবি বিক্রি করে মাসে কত টাকা আয় করা যাবে? এইটা সঠিক উত্তর দিতে গিয়ে একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি আপনার ছবি প্রতিদিন যদি 50 টি করে বিক্রি হয় আর প্রতিটি ছবির জন্য আপনাকে দেওয়া হচ্ছে 0.50 ডলার করে।

 তাহলে, 50*0.50=25 dollar.

Indian Money তে 25*74=1850 Rupees

Monthly income হবে 55500 Rupees.

বোঝাতে পারলাম,  ছবি বিক্রি করে আপনি মাসে কত টাকা আয় করতে পারবেন সেটা নির্ভর করবে কতটা ছবি বিক্রি হয়েছে এবং প্রতিটি ছবিতে কত টাকা দিচ্ছে সেটার উপর নির্ভর করে।

 

কিছু সেরা স্টক ইমেজ ওয়েবসাইটের নাম (Images selling Website list)

আপনি নিজের মোবাইল বা ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলে বিক্রি করতে চান তাহলে নিচে দেওয়া স্টক ফটো ওয়েবসাইট গুলোতে গিয়ে বিক্রি করে আয় করতে পারেন।

1.   Dreamstime

2.   Shutterstock

3.   iStock

4.   Getty Images

5.   Stocksy United

6.   Adobe Stock

7.   123RF

 

Note-মনে রাখবেন, ছবি বিক্রি করে আয় করা সবার পক্ষে সম্ভব নয়কারণ আপনার তোলা ছবি যখন অন্য কারোর পছন্দ হবে তখনই ছবিটি বিক্রি হবে। তবে, এই জিনিসটা সবার পক্ষে সম্ভব নয় আর একটা কথা স্টক ইমেজ ওয়েবসাইট গুলি কখনো Low Quality Image Upload করবে নাচেষ্টা করবেন High Quality Image Upload করবেন। যদি আপনার মধ্যে ছবি তোলার ফ্যাশন বা ছবি তুলতে ভালোবাসেন তাহলে আপনার তোলা ছবি আপনি খুব সহজেই স্টক ফুটেজ ওয়েবসাইটে ছবি বিক্রি করতে পারবেন।


এই আর্টিকেল সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্টে জানাবেন আর লেখাটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। ধন্যবাদ


Zero Investment Reselling Business কি ভাবে করবেন। 

No comments:

Powered by Blogger.