যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa) বা বেকার ভাতা এর জন্য আবেদন কি করে করবেন ?

 

যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) বা বেকার ভাতা এর জন্য  আবেদন কি করে করবেন ?
Yuvashree Prakalpa online application 2021


পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আর একটি প্রকল্প ২০১৩ সালে চালু করেন, সেই হল যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা যুবশ্রী প্রকল্প আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন । বর্তমান দুয়ারে সারকার ক্যাম্পে যুবশ্রী প্রকল্প এর জন্য আবেদন নেওয়া হছে । দুয়ারে সারকার ক্যাম্পে গিয়ে খবর নিতে পারেন ।

 

যুবশ্রী প্রকল্পের আবেদন করার শর্ত

 

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • আবেদনকারী বয়স ১৮ থেকে ৪৫ বছর বয়স হতে হবে ।
  • কোনো সরকারি চাকরির সাথে যুক্ত থাকলে আবেদন করতে পারবেন না ।
  • আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেনী পাশ থাকতে হবে ।
  • রাজ্য সরকারে থেকে কোনো রকম আর্থিক ঋণ নিয়ে থাকলে আবেদন করতে পারবেন না ।


Yuvashree Prakalpa বা বেকার ভাতা আবেদন করার জন্য কি কি Documents লাগবে ?

 

  • Aadhaar Card
  • Education qualification Certificate
  • Personal Information
  • Voter id and PAN Card
  • Contact details
  • Bank Pass Book
  • Physical Measurements
  • Proof of Resident
  • Language details
  • Passport size Photography

 

যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) কি ভাবে আবেদন করবেন ?

 

যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) আবেন্দন করতে হলে, Online Employment Bank এর Official Website ( https://employmentbankwb.gov.in/ ) গিয়ে নাম নথিভুক্ত করতে হবে । New Enrollment Job Seeker অপশনে click করতে হবে । পরবর্তী পেজে Accept and Continue Click করতে হবে । এরপর From fill-up পেজটি চলে আসবে সেই খানে সমস্ত তথ্য দিয়ে submit করলেই, পরের pages একটি Temporary Enrollment No চলে আসবে । এরপর ৬০ দিনের মধ্যে সমস্ত ডকুমেন্ট অরিজিনাল ও সেই প্রিন্ট নিয়ে নিকটবর্তী Exchange Office এ যেতে হবে । ভেরিফিকেশন হয়ে গেলে আপনার মোবাইল নাম্বারে Id and Password পাঠিয়ে দেবে ।

 

যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) Offical Link > Click Here


No comments:

Powered by Blogger.