ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship 2021-22) এর জন্য কি করে আবেদন করবেন ?

ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship 2021-22) এর জন্য  কি করে আবেদন করবেন ?
How to Apply OASIS Scholarship 2021-22

 


ওয়েসিস স্কলারশিপ আবেদন করার জন্য শর্ত


  • SC, ST & OBC ছাএ-ছাএী আবেদন করতে পারবেন ।
  • আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার নিচে হতে হবে ।
  • প্রি মেট্রিক এর জন্য ক্লাস ৯-১০ এবং পোস্ট মেট্রিক এর জন্য ১১ এর থেকে শুরু করে কলেজে পড়া পড়ুয়ারা আবেদন করতে পারবেন ।

 

ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship) আবেদন করার জন্য কি কি Documents লাগবে ?

 

  • Aadhaar Card
  • Guardians Aadhaar Card
  • Education qualification Admit Card
  • Pervious year mark sheet
  • Bank Pass Book
  • Physical Measurements
  • Passport size Photography
  • Caste Certificate
  • Income Certificate
  • Phone Number
  • E-mail

 

ওয়েসিস স্কলারশিপ আবেদন করলে কত করে টাকা পাবেন ?


প্রি মেট্রিক এর জন্য ক্লাস ৯-১০ এর ছাএ-ছাএীরা মাসিক ১৫০ টাকা করে এবং হোস্টেলারা মাসিক ৭৫০ টাকা সরাসরি Bank Account এ পেয়ে যাবে । এবং পোস্ট মেট্রিক এর ছাএ-ছাএীরা মাসিক ৭৫০ টাকা করে এবং হোস্টেলারা মাসিক ১০০০ টাকা সরাসরি Bank Account এ পেয়ে যাবে ।


OASIS Scholarship কি ভাবে আবেদন করবেন ?

 

ওয়েসিস স্কলারশিপ জন্য Online OASIS Scholarship Official Website >> https://oasis.gov.in/ গিয়ে আবেদন করতে হবে ।

 

No comments:

Powered by Blogger.