স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি ভাবে আবেদন করবেন (How to apply for a student credit card)

    

স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি ভাবে আবেদন করবেন
স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি ভাবে আবেদন করবেন


পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য রাজ্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামে একটি প্রকল্প চালু করেন ।এই রাজ্যরে পড়ুয়াদের পড়াশুনা করার জন্য ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিবে ।


স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারা আবেদন করতে পারবে

    Class 10 এর পড়ুয়াদের  থেকে এই কার্ড আবেদন করতে পারবে।

    গত ১০ বছর পশ্চিমবঙ্গের বসবাস করতে হবে।

    বয়স ৪০ বছর বয়স হতে হবে।

    যদি দেশ/বিদেশে পড়াশোনা করতে চাই, তাহলেও মিলবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড     থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে।

    এই কার্ড জন্য সরকার গ্যারান্টার থাকবে।

    এই লোন শোধ করার জন্য মিলবে ১৫ বছর।


Student Credit Card জন্য কি কি Documents লাগবে

      পশ্চিমবঙ্গের ১০ বছর বাস করার প্রমাণ।

      বয়সের প্রমাণ।

      শিক্ষাগত প্রমাণ।

      পেন কার্ড।

      আভিভাবকের কাজের বিবরণ।

    আভিভাবকের আধার কার্ড/ ভোটার কার্ড।

    পরিবাররে Income Certificate।

      উচ্চ শিক্ষায় রেজিস্ট্রেশন প্রোয়জনীয় প্রমাণ।

      আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার।


কিভাবে ক্রেডিট কার্ড লোনের জন্য আবেদন করবেন

    ১) রাজ্য সরকারের Official Website https://wbssc.wb.gov.in/

    ২) Student Registration-এ ক্লিক করতে হবে।

    ৩) একটি নয়া পেজ খুলে যাবে, সেইখানে বিভিন্ন তথ্য দিতে হবে।

    ৪) সেখানে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি-স            বিভিন্ন তথ্য দিতে হবে। আধার কার্ড থাকা না থাকা ভিত্তিতে রেজিস্ট্রেশন     ফর্ম বিভিন্ন হবে। পাসওয়ার্ডও দিতে হবে। রেজিস্ট্রেশন-এ ক্লিক করতে হবে।    

    ৫) যে  ফোন নম্বর দেওয়া হয়েছে, তাতে ওটিপি যাবে। সেই ওটিপি লিখে     'Verify' করতে হবে।

    ৬) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে স্ক্রিনে একটি 'Registration ID'             আসবে। ফোনেও লগইন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাবে।

    ৭) https://wbssc.wb.gov.in/-তে গিয়ে Login-তে ক্লিক করবেন। নয়া     একটি পেজ খুলে যাবে।

    ৮) রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

    ৯) 'Dashboard' খুলে যাবে। সেখানে 'Apply Now'-তে ক্লিক করতে হবে।    

    ১০) একটি নয়া পেজ খুলে যাবে। আধার কার্ড থাকা বা না থাকার             ভিত্তিতে সেই রেজিস্ট্রেশন ফর্ম ভিন্ন হবে। পাশাপাশি ‘Download                 Undertaking Documents’ থাকবে। পড়ুয়াদের প্যান কার্ড না থাকলে         ‘Download Undertaking Documents’ ডাউনলোড করতে হবে। ঠিকানা,     ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ যাবতীয় তথ্য দেওয়ার পর ‘Save & Continue’         করুন।

১১) তারপর একটি নয়া পেজ খুলে যাবে। আধার কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সেই ফর্ম ভিন্ন হবে। আধার কার্ড থাকলে সেখানে আবেদনকারীর ছবি, সহ-আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, সহ-আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, আধার কার্ড, সহ-আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র (ভোটার আইডি), আবেদনকারীর ভরতির রসিদের ছবি, প্যান কার্ড, সহ-আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

আধার কার্ড না থাকলে সেখানে আবেদনকারীর ছবি, সহ-আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, সহ-আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, দশম শ্রেণির রেজিস্ট্রেশন, সহ-আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র (ভোটার আইডি), আবেদনকারীর ভরতির রসিদের ছবি, প্যান কার্ড, সহ-আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

১২) যাবতীয় নথি আপলোডের পর ‘Save & Continue’ করতে হবে।

১৩) একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে যাবতীয় নথি এবং তথ্য মিলিয়ে দেখে নিন। তারপর 'Submit Application' ক্লিক করুন। কোনও তথ্য বা নথি পরিবর্তন করতে হলে 'Edit Loan application'-এ ক্লিক করতে হবে। একবার সাবমিট হয়ে গেলে তথ্য পালটানো যাবে না।

১৪) তারপর 'Dashboard'-এ দেখাবে 'Application Submitted to HOI'। তার অর্থ হল যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছেই আবেদনপত্র চলে গিয়েছে।

১৫) স্কুলের তরফে আবেদনপত্র পাঠানো হবে উচ্চ শিক্ষা দফতরকে। তখন 'Dashboard'-এ দেখাবে 'Application forwarded by to HOI to HED'।


Official Link- https://wbssc.wb.gov.in/

Apply Now

No comments:

Powered by Blogger.