তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পের আবেদন কি করে করবেন ?

 

তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পের (Bandhu and Joy Johar Scheme) আবেদন কি করে করবেন
তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পের

তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পের আবেদন কি করে করবেন ?

 

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আর একটি প্রকল্প হল তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্প । এই প্রকল্প আবেদন করলে প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন পাবে । বর্তমান দুয়ারে সারকার ক্যাম্পে তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্প এর জন্য আবেদন নেওয়া হছে । দুয়ারে সারকার ক্যাম্পে গিয়ে খবর নিতে পারেন ।

 

তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পে আবেদন করার শর্ত

 

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • আবেদনকারী কোনো রকম সরকারি পেনশন বা ভাতা পাননা
  • তপশিলি জাতি ও আদিবাসী ভুক্ত হতে হবে
  • বয়স ৬০ বছর বা তার বেশি হতে হবে

 

তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পে আবেদন করার জন্য কি কি Documents লাগবে ?


  • Passport Photography
  • Copy of Caste Certificate
  • Copy of Digital Certificate from Appropriate Authority
  • Copy of Digital Ration Card
  • Copy of Aadhaar Card
  • Copy of Voter id
  • Copy of Residential Certificate
  • Copy of Income Certificate
  • Copy of Bank Pass Book



তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পে কোথায় আবেদন করবেন ?

 

বর্তমান নিজের এলাকার দুয়ারে সরকার কাম্পে এই প্রকল্প ফর্ম পাওয়া যাছে, সেই খানে থেকে ফর্ম নিয়ে আবেদন করতে পারবেন । এই প্রকল্প আবেদন করতে গেলে নিজেদের এলাকাই নিকটবর্তী বিডিও অফিসে বা পৌরসভা এলাকায় মহকুমাশাসক কাছে গিয়ে যোগাযোগ করতে হবে ।

 

তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পে  ফর্ম Download Link







Official Website Click Here


No comments:

Powered by Blogger.